আসানসোলে গ্রেফতার এটিএম হ্যাকার টিম

উজ্জ্বল দাস, আসানসোল: বড়সড় সাফল্য। আসানসোলের কুলটি থানার নিয়মাতপুর ফাঁড়ির পুলিশের গোপন সূত্রে অভিযান চালিয়ে রবিবার রাত্রে একটি এটিএম হ্যাকার টিমকে গ্রেফতার করল।

রবিবার রাত্রে ওই নয় জন এটিএম হ্যাকার যখন তাঁদের টাকা কলেকশন করে বল্লোরো গাড়ি করে ফেরার সময় নিয়মতপুর ফাঁড়ির পুলিশ লছিপুর এলাকা থেকে গ্রেফতার করে! তাদেরকে নিয়ামতপুর ফাঁড়ি নিয়ে যাই নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ! ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় নগদ দেড়লক্ষ্য টাকা -সহ পাঁচটি ভুয়ো এটিএম কার্ড। তাদের বাড়ি সাতজনের ঝাড়খন্ডের কর্মাটর ও আরো বাকি দুজন পুরুলিয়া ও চীনাকুড়ির বাসিন্দা বলে জানা গেছে!

পুলিশ তদন্তের স্বার্থে ১৪ দিন পুলিশি হেফাজতে নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর!

Latest articles

Related articles