আসানসোলের কুলুটিতে গুলি করে হত্যা এক প্রৌঢ়কে, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

এনবিটিভি, আসানসোলঃ  বুধবার সকালে আসানসোলের কুলুটি থানার অন্তর্গত শীতলপুরের তুলসীহিড় অঞ্চলে গুলি করে হত্যা করা হল পরেশ মান্ডি নামে এক এক প্রৌঢ়কে।

এক প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা যায়, “আজ সকালে এক দুষ্কৃতি এসে তিনটি গুলি করে। স্থানীয়রা তাকে ধরার চেষ্টা করলে সে পালিয়ে যায়। এরপর গুরুতর আহত অবস্থায় বৃদ্ধকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

পরেশ মান্ডির স্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানায় যে, প্রায় পাঁচ বছর হল পরেশবাবু তাদের সাথে থাকেন না এবং সারাদিন মদ্যপান করেন, তবে তার সাথে কারোর কোন শত্রুতা ছিলনা।

স্থানীয়দের অভিযোগ, চলতি মাসের গত ১২ তারিখ নদীর ধারে এক মুন্ডুহীন দেহ ভেসে উঠতে দেখেন তারা। বারংবার এমন ঘটনার কারণে আদিবাসীদের সংগঠন থেকে প্রশাসনের কাছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। কুলটি থানার পুলিশ ঘটনার তদন্ত করছে বলে সূত্রে জানা যায়।

Latest articles

Related articles