জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহারের ঘোষণা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

অমিত শাহ

লোকসভা নির্বাচনের আগেই  জম্মু ও কাশ্মীর থেকে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহারের ঘোষণা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

উপত্যকা থেকে আফস্পা আইন তুলে নেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকার ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে বলে জানান তিনি।

গণমাধ্যমে  দেওয়া এক সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, ‘‘জম্মু এবং কাশ্মীর থেকে সেনা প্রত্যাহার এবং রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্ব পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যাপারে আমাদের পরিকল্পনা রয়েছে। আগে জম্মু ও কাশ্মীরের পুলিশের উপর বিশ্বাস করা হত না। কিন্তু সময় পাল্টেছে। এখন এই পুলিশ বাহিনীই অনেক অভিযানে নেতৃত্ব দিচ্ছে।’’

এ সময় পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়েও মন্তব্য করেন অমতি শাহ শাহ। সকলকে মনে রাখতে হবে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ বলেন তিনি।

উল্লেখ্য,  ১৯৫৮ সালে আফস্পা জারি করেছিল কেন্দ্র।উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যেও আফস্পা বলবৎ করা হয়েছিল। বছর দুই আগে নাগাল্যান্ড, মণিপুর এবং অসমের একাংশ থেকে আফস্পা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল নরেন্দ্র মোদী সরকার।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর