এনবিটিভি, ওয়েব ডেস্ক: দলিতের গায়ে বিজেপি কর্মীর প্রস্রাবের পর এবার গোয়ালিয়রে এক ব্যক্তিকে জুতো চাটানোর দৃশ্য হলো ভাইরাল। দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে আক্রান্তকে জুতো দিয়ে মারছেন অভিযুক্ত। তাঁকে জোর করে জুতো চাটাতেও দেখা গিয়েছে। নিন্দার ঝড় নেটদুনিয়ায়। আক্রান্তের পরিবারের অভিযোগের ভিত্তিতে অপরহণ ও নিগ্রহের মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ভিডিওটি ফরেনসিক তদন্তের জন্য পাঠানো হয়েছে।