ক্ষমা ভিক্ষা চাওয়ায় নিজের প্রাণপুরুষ সভারকারকে হারাল অর্ণব গোস্বামী

নিউজ ডেস্ক : ক্ষমা ভিক্ষা চাওয়ায় নিজের প্রাণপুরুষ দামোদর সভারকারকে হারাল রিপাবলিক টিভির চিফ এডিটর অর্ণব গোস্বামী। ব্রিটেনের সম্প্রচার নিয়ামক সংস্থা অফকম্ পাকিস্তানের বিরুদ্ধে অপমানজনক এবং উস্কানিমূলক মন্তব্য প্রচারের জন্য রিপাবলিক টিভিকে ২০০০ পাউন্ড বা প্রায় ২০ লক্ষ টাকা জরিমানা করেছে। এর সাথেই ঘৃণ্য ভাষা ব্যাবহারের জন্য তাদের দর্শকদের উদ্দেশ্যে ক্ষমা চাওয়ার ও নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ অনুসারে এ বছরের ২৬ শে ফেব্রুয়ারি থেকে ৯ ই এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে ২৮০ বার ক্ষমা প্রার্থনা করেছে অর্ণবের রিপাবলিক টিভি। খবরটি নিশ্চিত করেছে অফকম।

অর্ণবের এই ২৮০ বার ক্ষমা চাওয়ার খবরে নেটিজেনরা কটাক্ষের সুরে বলেছেন অর্ণব তার গুরু সভারকারকে হারিয়ে দিলেন। উল্লেখ্য আন্দামানের সেলুলার জেলে ১৯১১ সালে বন্দী হওয়ার পর ব্রিটিশ সরকারের কাছে ৫ বার ক্ষমা পত্র পাঠিয়েছিলেন এবং সেই ক্ষমা পত্রের বেশিরভাগ প্রত্যাখ্যান করলেও শেষেরটি গ্রহণ করে তাকে মুক্তি দেয় তৎকালীন ইংরেজ সরকার। মুক্তির পর থেকে আর কখনো ব্রিটিশের বিরোধীতা করেননি গেরুয়া শিবিরের এই প্রাণপুরুষ।

Latest articles

Related articles