আবগারি দুর্নীতি মামলায় অগ্রিম জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
শনিবার (১৬ মার্চ) সকালে আদালতে সশরীরে হাজিরা হয়ে জামিন চাইলে রাউস অ্যাভিনিউ আদালত তার জামিন মঞ্জুর করে।
এই আদালতে কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
সংস্থাটির অভিযোগ, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আটবার সমন পাঠালেও তা এড়িয়ে গেছেন কেজরিওয়াল। অথচ কেজরিওয়াল সরকারি অনুষ্ঠানে যাচ্ছেন, দলের ভোটপ্রচারে থাকছেন। শুধু ইডি দপ্তরে হাজিরা দিতে পারছেন না।
ইডির বক্তব্য শোনার পরের দিন বৃহস্পতিবারই আদালত জানায় যে, কেজরিকে শনিবার (১৬ মার্চ) হাজিরা দিতে হবে। তা মেনেই শনিবার হাজির হয়েছিলেন তিনি।