আসামের বন্যায় মৃত্যু ১৩৩ জনের, বন্যার কবলে প্রায় ১৭ লক্ষ মানুষ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200730-WA0018

এনবিটিভি ডেস্ক, আসাম:আসামের বন্যায় মৃত্যু ১৩৩ জনের, বন্যার কবলে প্রায় ১৭ লক্ষ মানুষ।
আসামের বন্যা পরিস্থিতির আরও অবনতি। আসাম বিপর্যয় মোকাবিলা দপ্তরের দেওয়া সূত্র অনুযায়ী এদিন পর্যন্ত রাজ্যে বন্যা পরিস্থিতিতে মৃত্যু হয়েছে প্রায় ১৩৩ জনের। এদের মধ্যে ১০৭ জনের মৃত্যু হয়েছে বন্যায় ও ২৭ জনের ভূমি ধ্বসে।

২১ জেলার প্রায় ১৭ লক্ষ মানুষ বন্যার কবলে। জেলা গুলির মধ্যে সব থেকে খারাপ অবস্থা গোয়ালপাড়া জেলার। সেখানে প্রায় ৪.১৯ লক্ষ মানুষ বন্যার কবলে পড়েছে। তারপরেই মরিগাঁও সেখানে ২.৬৩ লক্ষ মানুষ এবং সালমারা জেলায় ২.৫০ লক্ষ মানুষ বন্যার কবলে পড়েছেন।

ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কাজিরাঙা অভয়ারণ্যও। সেখানে ইতিমধ্যে মৃত্যু হয়েছে প্রায় ১৫০টি পশুর। তার মধ্যে বেশ কয়েকটি বিরল প্রজাতির গন্ডারও আছে। মারা গিয়েছে বুনো শুয়োর, হরিণ সহ নানা ধরনের পশু।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর