১০তম রাইজিং ডে উপলক্ষে আসানসোল ট্রাফিক পুলিশের উদ্যোগে সচেতনতা বার্তা

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ১০তম রাইজিং ডে উপলক্ষে চিত্রা মোড়ে ট্রাফিক পুলিশের উদ্যোগে ট্রাফিক বিষয়ে অভিনব সচেতন বার্তা দেওয়া হলো। বৃহস্পতিবার হিরাপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে এই অভিনব কর্মসূচি করা হয়েছে। এদিনের অভিনব সচেতন বার্তার মাধ্যমে মদ্যপান করে এবং বিনা হেলমেটে মোটরবাইক না চালানোর জন্য পথ চলতি মানুষদের সচেতন করা হয়েছে। এদিন রাস্তার পাশে মোটরবাইক ও মানুষের পুতুল ফেলে রেখে এই বিষয়ে অভিনব সচেতন বার্তা দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই কর্মসূচির মাধ্যমে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি করতে হিরাপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে অভিনব সচেতনতার বার্তা ছিল আকর্ষণীয়।

Latest articles

Related articles