ভাঙন অব্যাহত বিজেপিতে! আরো ৫ বিজেপি বিধায়ক তৃণমূলে আসতে চলেছেন বলে জল্পনা, গেলেন না দলীয় বৈঠকে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

d8a979d709cf4312f8eaa6e947cb4f2e_original

 

মুকুল রায় দল ছাড়ার পরপরই দক্ষিণবঙ্গের আরও দুই বিধায়ক ছেড়েছেন গেরুয়া শিবির। সপ্তাহের প্রথম দুদিনে পরপর বিজেপি শিবির থেকে, তৃণমূলে ফিরে এসেছেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ এবং বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস।এবার কি একই পথে হাঁটতে চলেছেন উত্তরবঙ্গের বিধায়কদের একাংশও? তেমনটাই জল্পনা তৈরি হল বুধবার বিজেপির উত্তরবঙ্গের সম্মেলনের পর। উত্তরবঙ্গের বিজেপির দলীয় সম্মেলনে গেলেন না পাঁচ বিধায়ক।

উত্তরবঙ্গ থেকে অনুপস্থিত বিধায়করা মালদার গোপালচন্দ্র সাহা, কুমারগ্রামের মনোজ ওরাওঁ, বালুরঘাটের সত্যেন্দ্রনাথ রায় ও হবিবপুরের জোয়েল মুর্মু। এর মধ্যে ২ জন বিধায়ক বৈঠকে যোগ দিতে পারবেন না বলে আগেই জানিয়েছিলেন বলে দাবি বিজেপির। জোয়েল মুর্মু জানিয়েছেন, তিনি বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে ছিলেন। বাকি ২ জনের অনুপস্থিতির কারণ জানা যায়নি।বালুরঘাটের বিধায়ক সত্যেন্দ্রনাথ সাহা তৃণমূলে যোগদান করতে পারেন বলে বেশ কিছুদিন ধরে জল্পনা চলছে। এবার জল্পনা শুরু হল বাকিদের নিয়েও।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর