মানুষের বেপরোয়া ও অচিন্তিত জীবনযাপনের জন্যই পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে: এসআইও

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

Rc896c40e0e5e4b8d37afce44e2e2d8fa

পরিবেশ দূষণ নিয়ে উদ্বিগ্ন সারা দেশ। বর্তমানে মানুষ নিজের সুখ ও স্বাচ্ছন্দ্যের জন্য নির্বিচারে প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে চলেছে। ফলত, পরিবেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিভিন্ন প্রাকৃতিক ঝড়, অতিবৃষ্টি, অনাবৃষ্টির মত বিপর্যয় নেমে আসছে। এমতবস্থায়, স্টুডেন্টস্ ইসলামিক অর্গাইনাইজেশন অফ ইন্ডিয়া (এসআইও), পশ্চিমবঙ্গ শাখা ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পরিবেশ সচেতনতা অভিযানের সূচনা করতে চলেছে। পবিত্র কুরআনের আয়াতাংশ “মানুষের কৃতকর্মের জন্যই জলে-স্থলে বিপর্যয় সৃষ্টি হয়েছে” শিরোনামে এসআইও’র এই প্রচারাভিযান চলবে ২৮শে মে থেকে ৬ই জুন, ২০২১ পর্যন্ত। বৃক্ষরোপন, এলাকা পরিষ্কারসহ একাধিক পরিবেশ বান্ধব কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে এই প্রচারাভিযান।

সংগঠনের রাজ্য সভাপতি সাবির আহমেদ এই প্রচারাভিযান সম্পর্কে বলেন, “মানুষের বেপরোয়া ও অচিন্তিত জীবনযাপনের জন্য অক্সিজেনের অভাব ঘটছে এবং বিভিন্ন ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। তাই পরিবেশ রক্ষার্থে আমাদের এই উদ্যোগ।” তিনি আরও বলেন, “এই প্রচারাভিযানে সারা রাজ্যজুড়ে এক লক্ষ্য বৃক্ষ রোপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।” পরিবেশ সচেতনতা প্রচারাভিযানের কর্মসূচি হিসাবে সংগঠনের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবেশ দূষণ সম্পর্কে সচেতন করবে। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে সচেতনতামূলক প্রচারের সিদ্ধান্ত গ্রহণ করেছে সংগঠন। সাবির আহমেদ জানিয়েছেন, “পবিত্র কুরআনের আয়াতাংশকে পরিবেশ সচেতনতা অভিযানের থিম ঠিক করা হয়েছে। এই প্রচারাভিযানের লক্ষ্যই হলো পরিবেশ সংরক্ষণে ইসলামী চেতনা ও প্রিয় নবী (স.) এর আদর্শ সকলের সামনে তুলে ধরা।” তিনি ছাত্রসমাজ ও আপামর রাজ্যবাসীর কাছে এই প্রচারাভিযানে অংশগ্রহণ করার এবং পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহবান জানান।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর