এনবিটিভি ডেস্ক, মালদা: আজ ২৮শে ডিসেম্বর জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। আজকের দিনে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠিত হয়। তাই আজ সোমবার বামনগোলা ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ১৩৬ তম প্রতিষ্ঠা দিবস পালন করেন জাতীয় কংগ্রেসের কর্মীরা। এদিন এই দিনে প্রথমে কংগ্রেস কর্মীরা দলীয় কার্য্যালয় থেকে মিছিল করে গোটা পাকুয়াহাট পরিক্রমা করে সকালে ইন্দিরা মোড়ে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পাকুয়াহাট দলীয় কার্য্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করে শ্রদ্ধার সাথে ১৩৬তম প্রতিষ্ঠা দিবস পালন করেন জাতীয় কংগ্রেসের কর্মীরা। পাশাপাশি এই দিনে সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন-বামনগোলা ব্লক কংগ্রেসের সভাপতি হরিপদ বৈরাগী, প্রদেশ কংগ্রেস সদস্য জয়ন্ত সরকার, মদনাবতি অঞ্চলে সভাপতি বিশ্বনাথ রায়,পাকুয়াহাট অঞ্চল সভাপতি খগেন বর্মন সহ সমস্ত নেতৃবৃন্দ ও কর্মীগন।
Popular Categories