দিল্লির জাহাঙ্গীরপুরী ইস্যুতে সালারে রাস্তায় নামল ‘বাংলা পক্ষ’

রবিবার বাংলাপক্ষ সালার শাখার পক্ষ হইতে দিল্লি জাহাঙ্গীরপুরিতে বাংলা ভাষাভাষী মানুষদের উপর বাংলাদেশি বলে মানষিক অত্যাচার ও হেনস্থার প্রতিবাদে বাংলা পক্ষ সালার সালার শাখা কলেজ মোড় থেকে বাস স্ট্যান্ড হয়ে সালার রেলস্টেশন পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে ।এই প্রতিবাদ সভায় প্রধান উদ্যোক্তা বাংলা পক্ষের কালাচাঁদ চট্টোপাধ্যায় । দিল্লির জাহাঙ্গীরপুরা বাংলা ভাষাভাষী মানুষের বাংলাদেশি বলে মানসিক অত্যাচার ও হেনস্তা করা হয়েছে তার প্রতিবাদ স্বরুপ এদিনের মিছিল বলে উল্লেখ করেন এবং আগামীতে এ ধরনের কোনো রকম সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য বাংলাপক্ষ সবসময়ই তৈরি ।তাছাড়া অন্যান্য ভাষা অবলম্বী বিশেষ করে উত্তর ভারতের লোকদের দ্বারা বাংলা ভাষাভাষীদের হেনস্তা কারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার প্রশাসনকে অনুরোধ করেন।

Latest articles

Related articles