বেতনের দাবিতে ব্যাঙ্ক বিজনেস করস্পনডেন্ট অ্যাসোসিয়েশন-এর সদস্যদের বিক্ষোভ

উজ্জ্বল দাস, দুর্গাপুর: বেতনের দাবি -সহ একগুচ্ছ দাবিকে সামনে রেখে বেঙ্গল ব্যাংক বিজনেস করস্পন্ডেন্ট অ্যাসোসিয়েশন- এর সদস্যরা বুধবার দুপুর নাগাদ দুর্গাপুরের সিটি সেন্টারের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের রিজিওনাল শাখার সামনে বিক্ষোভ দেখালেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, তারা দীর্ঘ আট মাস ধরে বেতন পাননি। লক্ষীর ভান্ডার প্রকল্প থেকে শুরু করে রাজ্য সরকারের যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্পগুলি রয়েছে সেই সমস্ত প্রকল্পে তারা বিভিন্ন জেলায় কাজ করছেন দীর্ঘদিন ধরে। কাজের ক্ষেত্রে সুরক্ষার পাশাপাশি বেতনের দাবিতে এদিন শতাধিক কর্মী ব্যাংকের সামনে বিক্ষোভ দেখান।

এদিন বিক্ষোভের শেষে তারা ব্যাংক কর্তৃপক্ষের কাছে একগুচ্ছ দাবিকে সামনে রেখে ডেপুটেশন জমা দেন।

Latest articles

Related articles