সারা ভারত আদিবাসি কমিটির পক্ষ থেকে জল,জঙ্গল ও জমির অধিকার রক্ষার্থে মিছিল

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210908_143539

উজ্জ্বল বিশ্বাস, আসানসোল: সারা ভারত আদিবাসি কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে অতিরিক্ত জেলা শাসক (ভূমি ও ভূমি সংস্কার) দফতরে গণ সাক্ষর সম্বলিত স্বারক লিপি তুলে দেওয়া হল৷ বুধবার সারা ভারত আদিবাসি কমিটির পক্ষ থেকে জল জঙ্গল ও জমির অধিকার রক্ষার স্বার্থে আসানসোলের রবীন্দ্র ভবন লাগোয়া অঞ্চল থেকে এক বিরাট মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি অতিরিক্ত জেলা শাসকের দফতরে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে শেষ হয়। যেখানে আদিবাসী মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত ৷

এই বিষয়ে আদিবাসি কো-অর্ডিনেশন কমিটির সম্পাদক মতিলাল সোরেন বলেন, জেলার বিএলআরও দফতরের সাথে অশুভ আঁতাতের মাধ্যমে জমি মাফিরারা তাদের জমি অন্যায় ভাবে দখল করছে ৷ তাদের জায়ের থান, বা অস্থি বির্সজনের ঘাট আজ জমি মাফিয়াদের দখলে ৷ বিগত কয়েকদিন আগেই রানিগঞ্জ অঞ্চলে জমি মাফিয়ারা বেআইনি ভাবে তাদের জমি ও জলাশয় দখল করে ভরাটের কাজ চালায়। এই সকল দাবি সম্বলিত স্বারক লিপি তুলে দেয় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর