বারাবনিতে লাইনচ্যুত মালগাড়ির বগি

এনবিটিভি: বারাবনিতে মালগাড়ির বগি লাইনচ্যুত হওয়ায় সমস্যা তৈরি হয় এলাকায়। বারাবনি রেলওয়ে গেট থেকে প্রায় 100 মিটার দূরে অন্ডাল থেকে বারাবনির দিকে আসছিল। সেই সময় হঠাৎ-ই মালগাড়ির বগি লাইনচ্যুত হয়ে লাইনে সাইডে নেমে যায়। এই ঘটনাটি ঘটে বেলা এগারোটার দিকে। এই দুর্ঘটনার পরে আইসিএমএল এর রেল চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রেলের আধিকারিক ও আইসিএমএল এর আধিকারিকরা আসেন। মালগাড়ী হওয়ায় হতাহতের কোন খবর নেই।

Latest articles

Related articles