বাবলু প্রামাণিক,দক্ষিণ 24পরগনা: হেরোইন-সহ দুই মহিলাকে গ্রেফতার করল বারুইপুর জেলার জীবনতলা থানার ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির পুলিশ। ধৃত মহিলার নাম সাইমা বিবি ও সাকিনা বিবি। ঘটনাটি ঘটেছে, রাতে জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির দক্ষিণ মাকালতলা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘুটিয়ারি শরিফ এলাকার বিভিন্ন প্রান্তে গোপনে মাদক কারবারীরা রমরমিয়ে ব্যবসা করছিল। এমন খবর গোপনে পৌঁছায় ঘুঁটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশের কাছে। উদ্ধার হয় দুই কেজি হিরোইন। যার বাজার মূল্য 80 লক্ষ্য থেকে 1 কোটি টাকা। ইতিমধ্যেই ধৃতদের জেরা করা শুরু করেছে পুলিশ।
Popular Categories