লক্ষ্মীভাণ্ডারের ফর্মের সঙ্গে কোন কোন তথ্য লাগবে?জেনে নিন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

images (2)

বাংলার মহিলাদের জন্য লক্ষ্মীভাণ্ডার চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী পয়লা সেপ্টেম্বর থেকে ৫০০ ও ১০০০ টাকা (তফসিলি জাতি ও উপজাতি) করে পাবেন আবেদনকারীরা। যারা স্থায়ী চাকরি করেন বা পরিবারের কেউ সরকারি চাকরি করেন, তাঁরা এই প্রকল্পের টাকা পাবেন না, জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আগামী ১৬ অগস্ট থেকে দুয়ারে সরকারের ক্যাম্পে এই লক্ষ্মীভাণ্ডারের ফর্ম পাওয়া যাবে। ক্যাম্প থেকে ফর্ম তুলে সেই ফর্ম জমা দিতে পারবেন আবেদনকারীরা।

আবেদনকারীদের কোন কোন নথি জমা দিতে লাগবে ফর্মের সঙ্গে?

* কালার পাসপোর্ট সাইজ ছবি
* আধার কার্ড
* স্বাস্থ্যসাথী কার্ড
* এস সি, এস টি সার্টিফিকেট (যাদের থাকবে)
* ব্যাঙ্ক ডিটেইলস
* ব্যাঙ্কের পাশ বুকের কপি এই সব সার্টিফিকেটের কপি এবং অরিজিনাল দুয়ারে সরকারের ক্যাম্পে দেখাতে হবে।

উল্লেখ্য, এই লক্ষ্মীভাণ্ডারে মহিলারা পাবেন প্রতি মাসে ৫০০ টাকা করে। (জেনারেল ক্যাটাগরি) এস সি, এস টি ক্যাটাগরির আওতায় থাকা মহিলারা পাবেন ১০০০ টাকা করে। প্রসঙ্গত একটি পরিবার থেকে একজন মহিলাই এই পরিষেবা পাবেন। সূত্রের আরও খবর, এই প্রকল্পের আওতায় পড়বে আনুমানিক প্রায় ১ কোটি ৩০ লক্ষ মহিলা। যার জন্য প্রতি মাসে সরকারের খরচ হবে আনুমানিক প্রায় ১০ কোটি টাকা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর