বাঙালির মহালয়ার শুভেচ্ছায় জোড়া ট্যুইট প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200917-WA0046

এনবিটিভি ডেস্ক,১৭ই সেপ্টেম্বর: আজ মহালয়া। বাঙালি উৎসব প্রিয় মানুষ আর সামনেই আসছে দুর্গোৎসব। আর সেই বাঙালির মনে জায়গা করে নিতে এই প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ট্যুইট করে মহালয়ার শুভেচ্ছা জানালেন। প্রধানমন্ত্রী লেখেন, ” এই মহালয়ায় আমরা মা দূর্গার কাছে প্রার্থনা করবো যাতে তিনি আমাদের শক্তি দেন এই মহামারীরকে পরাস্থ করতে। মা দূর্গার আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হোক যাতে আমরা সকলেই নীরোগ থাকি ও আমাদের জীবনে যেন সুখ- শান্তি ও আনন্দ নেমে আসে।” পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, ” শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা আর অভিনন্দন জানাই আমরা সারা বিশ্বের সকল বাঙালি ভাই-বোনদের। মা দূর্গার আশীর্বাদে সকলের জীবন হোক সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে সম্পূর্ন।”

বিগত বছর গুলিতে অথবা বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পরও কখনও মোদিজি বা অমিত শাহ কে পুজোর শুভেচ্ছা বার্তা পাঠাতে দেখা গেছে বলে জানা নেই। এই প্রথমবার বাঙালির মন জয় করতে এই ট্যুইট বলে দাবি করছেন অনেকে। এতে বাঙালি বিজেপি সমর্থকদের খুশি করতে পারলেও বাকিদের বুঝতে সমস্যা হয়নি। একুশের বিধানসভা ভোটকে মাথায় রেখেই এই জোড়া ট্যুইট প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর। ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বাংলাকে কিভাবে বঞ্চিত হতে হয় কেন্দ্রের নানা প্রকল্প থেকে, তাছাড়াও বাঙালির সংস্কৃতিকে নিয়ে বিজেপি বারবার অবমাননা করেছে। তাহলে কি বাঙালির ভোট বাক্সের দিকে তাকিয়েই এই জোড়া ট্যুইট?

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর