Monday, May 19, 2025
28.5 C
Kolkata

মেধাবী ছাত্রীর পাশে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত

নিজস্ব প্রতিবেদক, কালিয়াচক : মালদা জেলার কালিয়াচক থানার সৈয়দপুর গ্রামের মেধাবী ছাত্রী সাফিনা খাতুন। ছোটো থেকেই মেধাবী ছাত্রী কিন্তু পরিবার অসহায়। অসহায় পরিবার হওয়ার পরও ছোটো থেকে মেয়েকে ভালোভাবে পড়া শোনা করিয়েছেন। সাফিনার পিতা মুহাম্মদ জাকির হোসেন খান ৯ বছর আগেই মারা গেছেন, দাদা পড়াশুনার খরচ বহন করতেন। কয়েকবছর থেকে তারা অসহায় হয়ে পড়ে। পরিবারের আর্থিক সঙ্কট নেমে আসে। উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে ভালো ফলাফল পেয়ে ডাক্তারি পড়ার ইচ্ছা থাকলেও আর্থিক সংকট এর জন্য ভর্তি হতে পারছিলেন না ওই ছাত্রী সাফিনা খাতুন। কোন দিশা খুঁজে না পেয়ে অবশেষে তারা দ্বারস্থ হয় ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের সর্বভারতীয় পরিচালক পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান এর কাছে। তারা একটি আবেদন পত্রে সাহায্য চেয়ে চিঠি লেখে সাফিনা খাতুন।

তারপর মালদা জেলা শাখা কমিটির তরফ থেকে তার বাড়িতে দেখা করে জেলা সম্পাদক মোঃ নাজমুস শাহাদাত এবং সম্পূর্ণ বিষয় ভাইজান কে জানানোর পর এই ওই অসহায় ছাত্রীর পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। চিঠিতে সাফিনা লিখেছেন- আমি ছোটো বেলা থেকেই খুব কস্টে পড়াশুনা করেছি কিন্তু আমি এখন আর ভর্তি হতে পারছি না অভাবের জন্য। হঠাৎ আমার দাদার একটা মুদিখানার দোকান বন্ধ হয়ে প্রচুর টাকা ঋণগ্রস্ত হয়ে যায় তার ফলে আমরা আর্থিক সঙ্কটে পড়ে গেছি। আমি এখন চোখের ডাক্তার হতে চাই। তাই ভাইজান আব্বাস সিদ্দিকী মহাশয়ের কাছে আমার নিবেদন যে আমাকে ভর্তি করার ব্যবস্থা করে দেন। সাফিনার এই চিঠি পেয়ে সাহায্যের হাত বাড়িয়ে তাদের আর্থিক সহযোগিতা তুলে দিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। আহলে সুন্নাতুল জামাতের মালদা জেলা শাখা কমিটির প্রতিনিধি দল সেই মেধাবী ছাত্রীর হাতে নগদ টাকা তুলে দিচ্ছেন, শিক্ষক আব্দুস সাত্তার, মাওলানা হারুন রশিদ, শিক্ষক মোস্তাফেজুর রাহমান, সাদ্দাম হোসেন প্রমুখ।

সংগঠনের মালদা জেলা শাখা কমিটির সম্পাদক মোহাম্মদ নাজমুস সাহাদাত জানান যে, ওই এলাকায় আফরাজুল কে রাজস্থানে পুড়িয়ে হত্যা করেছিল তার পাশেও আমরা যেমন আর্থিক সহযোগিতা থেকে শুরু করে রাস্তায় নেমে আন্দোলন করেছিলাম অতএব পীরজাদা আব্বাস সিদ্দিকী মহাশয়ের নির্দেশে সেই গ্রামের অসহায় দুস্থ পরিবারের মেধাবী ছাত্রীকে নগদ আর্থিক সাহায্য করা হল।

উল্লেখ্য যে, আহলে সুন্নাতুল জামাত প্রতিনিয়ত অসহায় মানুষদের পাশে দাড়ায়। যখন আফরাজুল কে জীবন্ত আগুন লাগিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয় তখনও আফরাজুলের পরিবারের কাছে সাহায্য নিয়ে পৌঁছে ছিলেন এই আহলে সুন্নাতুল জামাত। শুধুই অসহায় মানুষের সাহায্য নয় – দেশে হওয়া নিরীহ মানুষের উপর হওয়া জুলুমের বিরুদ্ধেও গর্জে ওঠে এই সংগঠন।

Hot this week

কৈথালে আইএসআই সংযোগের মামলায় অভিযুক্ত দেবেন্দ্র সিংয়ের জেরা: সামরিক গোয়েন্দাদের তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

কৈথালের মস্তগড় এলাকার বাসিন্দা দেবেন্দ্র সিংকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা...

শঙ্কার ছায়ায় হোয়াইট হাউস: দুই হিন্দু ধর্মপ্রচারকের অতীত ঘিরে বিতর্কের ঝড়

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে যুক্ত...

Topics

কৈথালে আইএসআই সংযোগের মামলায় অভিযুক্ত দেবেন্দ্র সিংয়ের জেরা: সামরিক গোয়েন্দাদের তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

কৈথালের মস্তগড় এলাকার বাসিন্দা দেবেন্দ্র সিংকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা...

শঙ্কার ছায়ায় হোয়াইট হাউস: দুই হিন্দু ধর্মপ্রচারকের অতীত ঘিরে বিতর্কের ঝড়

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে যুক্ত...

দেশপ্রেমের মুখোশ খুলে পড়ল ইউটিউব তারকার! পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার জ্যোতি মালহোত্রা

হরিয়াণার জনপ্রিয় ইউটিউবার জ্যোতি মালহোত্রা, যিনি নিজেকে বরাবরই ‘দেশপ্রেমিক’...

হিমাচলে স্কুল বন্ধের সিদ্ধান্ত: ছাত্রসংখ্যার অভাবে বন্ধ ১২০০টি শিক্ষা প্রতিষ্ঠান

হিমাচল প্রদেশে শিক্ষার মান ও পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে বড়সড়...

মিটিং-মিছিল নিষিদ্ধ কেষ্টর নামে, কোর কমিটির বৈঠকেই অনুব্রতকে ফোন মুখ্যমন্ত্রীর

বীরভূম জেলা রাজনীতিতে ফের উত্তেজনা। সদ্যই জেলা সভাপতির পদ...

Related Articles

Popular Categories