প্রোমোটারের হাত থেকে জমি বাঁচানোর লড়াই ভাঙরের কৃষকদের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

images (13)

ভাঙরের কাশীপুর থানা ভগবানপুর অঞ্চলের ২৫ নম্বর জিরানগাছি মৌজা এলাকায় সরকারী আরালা স্কিমের আওতায় থাকা গ্রামের কৃষকদের তিন ফসলি জমি দখলের জন্য শুরু হয়েছে জমি মাফিয়াদের অত্যাচার। গ্রামের কৃষকদের দাবী,এই সকল জমি যে সব মানুষের অধিকারে আছে,তাদের মধ্যে যারা কৃষক নন,তাঁরা অতি লাভের আশায় তাঁদের জমিগুলি প্রোমোটারের কাছে বিক্রি করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করছে। এর প্রতিবাদে ওই জমির সঙ্গে যুক্ত থাকা কৃষকেরা সঙ্গবদ্ধভাবে আন্দোলনে নেমেছেন। তাদের দাবী,ওই সকল জমিগুলি বহুফসলী,ওই জমিতে নির্ভর করেই তাদের দিন গুজরান হয়। ওই জমির অংশ কেউ বিক্রি করতে চাইলে সে এলাকার লোককে করতে পারে,কিন্তু কোনোভাবেই সেখানে আবাসন করার জন্য প্রমোটারকে দেওয়া যাবেনা। এই দাবী নিয়ে এলাকার কৃষকরা স্থানীয় পুলিশ স্টেশন,রাজনৈতিক মহল পর্যন্ত পৌঁছেছে। এতেও কাজ না হলে তারা মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত পৌঁছাবে বলেই জানিয়েছেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর