বিকাশ দুবের মৃত্যু মেনে নিতে পারছেন না অভিনেত্রী তাপসী পান্নু, সরব বিরোধীরাও

এনবিটিভি ডেস্ক: গ্য়াঙস্টার বিকাশ দুবের মৃত্যু নিয়ে শোরগোল ছড়িয়েছে প্রায় গোটা দেশ জুড়ে। বিকাশ দুবের অনকাউন্টারকে নাটকীয় আখ্যা দিয়ে তোপ দাগতে শুরু করেছেন অখিলেশ যাদব, প্রিয়াঙ্কা গান্ধীরা। রাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে দুভাগে বিভক্ত নেট নাগরিকরাও। এবার বিকাশের মৃত্যু নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী তপসি পান্নু।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিকাশ দুবের মৃত্যু নিয়ে তোপ দাগেন থাপ্পড় অভিনেত্রী। তপসি বলেন, বিকাশ দুবের মৃত্য তিনি মানতে পারছেন না। এরপরও আপনারা বলেন যে বলিউডে ছবির গল্প বাস্তব থেকে অনেক দূরে! অর্থাত, বিকাশ দবের অনকাউন্টার এক প্রকার বলিউডের চিত্রনাট্যের মতো বলেই তোপ দাগেন এই অভিনেত্রী।

এদিকে উজ্জয়িনী থেকে ধৌলি নিয়ে যাওয়ার পথে এনকাউন্টারে বিকাশ দবের মৃত্যু হয় বলে দাবি করে পুলিস। রিপোর্টে প্রকাশ, এসটিএফের যে গাড়িতে করে বিকাশ দুবেকে ধৌলিতে নিয়ে যাওয়া হচ্ছিল, সেটি উল্টে যায়। সেখানে আগে থেকেই হাজির ছিল বিকাশের সঙ্গীরা। ফলে পুলিসের বন্দুক ছিনিয়ে নিয়ে পালাতে গেলে, বিকাশের উপর পালটা গুলি চালানো হয়। আর তাতেই মৃত্যু হয় ওই গ্যাঙস্টারের।

Latest articles

Related articles