কলকাতা: রাজস্থানের কংগ্রেস নেতার জন্ম দিবস উপলক্ষে সারা রাজ্য ব্যাপী ১ মিলিয়ন বৃক্ষ রোপণ ও রক্তদান শিবির মধ্য দিয়ে এই দিনটকে স্বরনীয় করে রাখতে চান তার ভক্তরা । জয়পুরে আজ মঙ্গবার বেলা ১১টায় তার বাসভবনের সামনে বিশেষ বক্তবর মঞ্চ তৈরি করা হয়।
আগামী দিনে পাইলট কি করতে চলেছে রাজস্থানের সার্বিক উন্নয়নের জন্য তার তালিকা ও ভিডিও তৈরি করে “FAN VIDEO” সোশ্যাল মিডিয়াতে ভক্তরা প্রচার চালায়। ভিডিও ক্লিপটি খুবই জনপ্রিয় হয়ে ওঠে সোশ্যাল মিডিয়াতে। ভবিষ্যতে রাজস্থানের লিডার হিসাবে ভক্তরা সচিন পাইলটকেই দেখতে চায়।
“FAN VIDEO” ক্লিপটি হল—-