পুজো দিয়ে ভোটের প্রচার শুরু করলেন আসানসোল উপনির্বাচনের বিজেপি প্রার্থী

উজ্জ্বল দাস, পশ্চিম বর্ধমান:আসানসোল লোকসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল পুজো দিয়ে শুরু করলেন উপনির্বাচনী ভোটের প্রচার।

আজ রবিবার সকালে আসানসোলের ঐতিহ্যবাহী ঘাঘরবুড়ি মন্দিরে পুজো দিয়ে প্রথম প্রচার শুরু করে। এদিনের পুজো অনুষ্ঠানে অগ্নিমিত্রা ছাড়াও উপস্থিত ছিলেন কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার,দুর্গাপুরের বিধায়ক লক্ষণ ঘড়ুই,প্রাক্তন মেয়র তথা বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি,কৃষ্ণেন্দু মুখার্জি,অভিজিৎ আচার্য্য,নির্মল কর্মকার,বিভু ঠাকুর,অমিত গড়াই সহ কর্মী সমর্থকরা।

এদিন আসানসোল লোকসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল বলেন,আমায়ের আশীর্বাদ এবং ভালোবাসা ও শুভেচ্ছা নিয়ে প্রচার শুরু করবো। ২০২১ আশীর্বাদ নিয়ে প্রচার শুরু করেছিলাম। এবারেও এসেছি আশীর্বাদ নিতে। আমার দৃড় বিশ্বাস মা আমাকে এবারও আশীর্বাদ করবেন এবং আসানসোলের মানুষও আশীর্বাদ করবেন”। পাশাপাশি নাম না করেই তৃণমূলের আসানসোল লোকসভা উপনির্বাচনের প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে কটাক্ষ করেন তিনি।

Latest articles

Related articles