Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

আক্রান্ত ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী, তৃণমূলকে দোষ বিজেপির;গোষ্ঠী কোন্দল, বলছে তৃণমূল

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210402_120212

নিউজ ডেস্ক : রাজ্যে আটটি দফার মধ্যে দুটি দফার ভোট গ্রহণ পর্ব মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে এখনো যে সমস্ত জায়গায় ভোট গ্রহণ পর্ব এখনো বাকি রয়েছে সেখানে রাজনৈতিক আক্রমণ প্রতিআক্রমণ জারি রয়েছে। রাজ্যের অন্যান্য বিভিন্ন জেলার সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে এবার রাজনৈতিক হিংসার ঘটনা পরিলক্ষিত হচ্ছে নির্বাচনের প্রাক্কালে । এবার প্রচার চলাকালীন ডায়মন্ডহারবারের বিজেপি প্রার্থীর উপর হামলা। এই ঘটনায় গুরুতর আহত হন তিনি। ডায়মন্ডহারবার বিধানসভা এলাকার হরিদেবপুরে প্রচারে বেরিয়েছিলেন তিনি। হঠাৎই দীপর হালদার সহ বিজেপির কর্মী–সমর্থকদের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। বিজেপি কর্মীদের অভিযোগ, ‘‌অভিষেক ব্যানার্জির মদতেই তৃণমূলের গুন্ডারা হামলা চালায় আমাদের প্রার্থী দীপক হালদারের উপর। লাঠি, রড, আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এই ঘটনায় দীপক হালদার সহ আরও ১০ জন বিজেপি কর্মী আহত হন। স্থানীয় গ্রামবাসী এবং আমাদের কর্মীদের তৎপরতায় তাঁদেরকে উদ্ধার করে দ্রুত ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। আশঙ্কাজনক অবস্থায় আপাতত আইসিইউ তে চিকিৎসাধীন। মাথা, কোমরে এবং বুকে চোট পান তিনি। ডায়মন্ডহারবার জুড়ে ভয়ের পরিবেশ তৈরি করছে তৃণমূল। মানুষকে ভয় দেখাচ্ছে। এই ঘটনার প্রতিবাদে হাসপাতালের পাশেই ১১৭ নং জাতীয় সড়ক আটকে চলছে বিজেপির বিক্ষোভ’‌। ঘটনাস্থলে ডায়মন্ডহারবার থানার বিশাল পুলিশ বাহিনী গেলেও এখনও প্রতিবাদ ওঠেনি। দোষীদের গ্রেপ্তারের দাবিতে চলছে বিক্ষোভ। ঘটনাস্থলে র‌্যাফও মোতায়েন করা হয়েছে।

 

এই ঘটনায় তীব্র চাঞচল্য ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। প্রসঙ্গত, আজ আবার ডায়মন্ড হারবার এ রয়েছে সাংসদ অভিষেক ব্যানার্জির রোড শো। তাই বড় ধরণের কোনও গোলমাল যাতে না হয় তার জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে প্রশাসনের তরফে। যদিও এই হামলার ঘটনায় দলের কেউ জড়িত নয় বলেই দাবি ডায়মন্ডহারবারের তৃণমূল প্রার্থী পান্নালাল হালদারের। ডায়মন্ডহারবারের অন্যত্র তৃণমূলের প্রচারে সবাই ব্যস্ত ছিল। এই ঘটনা আসলে বিজেপির নিজেদের দলীয় কোন্দলের জেরেই হয়েছে। ডায়মন্ড হারবারে বিজেপি হারবে বুঝেই এখন এইসব মিথ্যা নাটক করছে।

আপনার মতামত প্রদান করুন!

সর্বাধিক পঠিত খবর

সর্বশেষ খবর

সম্পর্কিত খবর