নিউজ ডেস্ক : বিজেপির আদি–নব্যদের মধ্যে বিরোধ ক্রমেই বাড়ছে। আরও একবার সেই বিরোধ প্রকাশ্যে এল। এবার দলীয় ব্যাপারে বচসার কারণে এক মহিলা নেত্রীকে চুলের মুঠি ধরে মারলেন বিজেপির মণ্ডল সভাপতি। তাও আবার বিজেপির মণ্ডল কার্যালয়ে। ঘটনা কলকাতার উপকন্ঠে কালিকাপুরের। যেখানে অমিত শাহ নরেন্দ্র মোদি যোগী আদিত্যনাথ এর মত বিজেপি নেতারা রাজ্যে এসে রাজ্য সরকারকে মহিলাদের সুরক্ষা, মহিলাদের ক্ষমতায়ন এবং নারীদের নিরাপত্তার ব্যাপারে আক্রমন করছেন ঠিক সেইসময় তাদের দলের অভ্যন্তরে এমন ঘটনা তাদের দলে মহিলাদের প্রকৃত অবস্থান নিয়ে প্রশ্ন তুলে দিল।
সার্ভেপার্ক থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে। আক্রান্ত বিজেপি নেত্রীর নাম রিনা টিকাদার। রিনা দেবী ১০৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বয়স ৪৫–এর আশপাশে। বর্তমানে তিনি বিজেপি–র মণ্ডল কমিটির ভাইস প্রেসিডেন্ট। তাঁকে মারধরে অভিযুক্ত খোদ বিজেপি–র মণ্ডল সভাপতি অরিন্দম রায়।
জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে কালিকাপুরে মণ্ডল কার্যালয়ে বৈঠক চলছিল। সেখানে উপস্থিত ছিলেন যাদবপুর মণ্ডল ৪–এর সভাপতি অরিন্দম রায়, ভাইস প্রেসিডেন্ট রিনা টিকাদার, যুব প্রেসিডেন্ট প্রসেনজিৎ ভক্ত, মণ্ডল কমিটির সম্পাদক উৎপল দত্ত সহ অন্যান্যরা। অভিযোগ, একটি বিষয় নিয়ে প্রথমে বচসা শুরু হয়।
সেই বচসা হাতাহাতিতে গড়ায়। রিনা দেবীর চুলের মুঠি ধরে তাঁকে বেধড়ক মারধর করেন অরিন্দম বাবু। বিষয়টি বিজেপি–র ওপরমহলে জানানো হয়েছে বলে খবর। অভিযুক্ত অরিন্দম রায় এই নিয়ে যদিও মুখ খোলেননি। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। বিজেপির অন্যান্য নেতার তরফ থেকেও বিষয়টিতে কোন প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে গতকালের ঘটনার পর বিজেপির আদি এবং নব্যের মধ্যেকার দ্বন্দ্ব আরো প্রকাশ্যে চলে এলো সবার সামনে, যা চলমান বিধানসভা নির্বাচনে বিজেপির জন্য অস্বস্তির কারণ হতে পারে বলে মনে করছেন অনেকে।