Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

মদ খেয়ে আদিবাসী যুবকের মুখে প্রস্রাব বিজেপি নেতার’, সরব বিরোধীরা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

thequint_2023-07_188fa374-ad1c-47b5-923b-b3f86028dabb_e78a8893_6bd2_4049_9e0e_78132de2ec32

এনভিটিভি, ওয়েব ডেস্ক: রাস্তায় বসে থাকা আদিবাসী যুবকের মুখে প্রস্রাব করার অভিযোগ মধ্যপ্রদেশের এক বিজেপি নেতার বিরুদ্ধে। সেই সংক্রান্ত একটি ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেই ভিডিয়ো ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ঝড় উঠেছে। সরব হয়েছে বিরোধীরা। মঙ্গলবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। 

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, একটি দোকানের সিঁড়িতে বসে রয়েছেন আদিবাসী এক যুবক। প্রবেশ শুক্লা নামক ওই ব্যক্তি টলতে টলতে আসছেন। মদ্যপ অবস্থায় তিনি রাস্তার ধারে এক ব্য়ক্তির সামনে এসে দাঁড়ান, তাঁর হাতে সিগারেট ধরা ছিল। রাস্তার ধারে বসেছিলেন দশমত রাভাত নামক এক ৩৬ বছর বয়সী ব্যক্তি। তাঁর সামনে দাঁড়িয়ে প্যান্টের চেন খুলে তাঁর মুখে প্রস্রাব করতে থাকেন অভিযুক্ত প্রাবেশ শুক্ল।

কংগ্রেসের দাবি, ওই ব্যক্তি স্থানীয় বিজেপি বিধায়ক কেদারনাথ শুক্লার প্রতিনিধি। সেইসঙ্গে বিজেপি সরকারকে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। তারইমধ্যে ঘটনায় তদন্তের নির্দেশ দেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। অভিযুক্তের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইনেও মামলা দায়েরের নির্দেশ দেন তিনি। তারপর মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ২৯৪, ধারা ৫০৪ এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে।

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর