কৃষকদের অপমান! বিজেপি MLA কে বয়কট উত্তরপ্রদেশে

নিউজ ডেস্ক : কৃষি প্রধান দেশ ভারতবর্ষে কৃষকদের অপমান, এই অভিযোগে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ এলাকায় বিভিন্ন গ্রামে বয়কটের মুখে পড়েছেন সেখানকার বিজেপি বিধায়ক। উত্তর প্রদেশের গাজিয়াবাদ এলাকার বান্থলা, বেহতা এবং আফজালপুর সহ বহু গ্রামের গ্রামের বাসিন্দারা ইতিমধ্যেই এই বিজেপি বিধায়কের বিরুদ্ধে গ্রামে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। উল্লেখিততিনটি গ্রামের পঞ্চায়েতের তরফ থেকে জারি করা ব্যানারে গ্রামগুলিতে বিজেপি এমএলএ নন্দকিশোর গুর্জারকে প্রবেশ না করার বার্তা দেয়া হয়েছে।

 

২৬ শে নভেম্বর থেকে শুরু হওয়া কৃষক আন্দোলন দুই মাস উত্তীর্ণ। কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্র সরকার কৃষকদের গতবছর বিরোধী-শূন্য সংসদে পাস হওয়া বিতর্কিত ৩ কৃষি আইন প্রত্যাহারের দাবি মানতে নারাজ। এমনকি কৃষকদের গণতান্ত্রিক প্রক্রিয়ায়, শান্তিপূর্ণভাবে আয়োজিত প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ গুলো দমন-পীড়ন নীতির মাধ্যমে স্তব্ধ করতে চাইছে মোদি সরকার। দিল্লি হরিয়ানা সীমান্ত ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে লক্ষ লক্ষ কৃষক অবস্থান বিক্ষোভে অংশ নিয়েছেন। এরই অংশ হিসাবে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ এলাকায় কৃষক আন্দোলনের সমর্থনে প্রতিবাদ বিক্ষোভে অংশ নিয়েছেন উত্তর প্রদেশ এবং সংলগ্ন রাজ্যগুলি থেকে আগত লক্ষ লক্ষ কৃষক। বিজেপি এমএলএ নন্দকিশোর এর বিরুদ্ধে অভিযোগ, তিনি গাজিয়াবাদে অবস্থান-বিক্ষোভ স্থলে গিয়ে কৃষকদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন। যদিও বিজেপির এই এমএলএ তার বিরুদ্ধে ওঠা সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, কৃষক সংগঠনের নেতারা তার বিরুদ্ধে ভিত্তিহীন এবং অসত্য অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি তার বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন বলেও ঘোষণা করেছেন।

Latest articles

Related articles