এনবিটিভি, ওয়েব ডেস্ক: পঞ্চায়েত ভোটে সন্ত্রাস ঘিরে রাজ্য নির্বাচন কমিশনের সামনে হাতে জুতো নিয়ে রবিবারও বিক্ষোভে বসলেন বিজেপি কর্মীরা।
বিজেপির বক্তব্য, ভোটের নামে প্রহসন হয়েছে। প্রচুর মানুষ মারা গিয়েছে। রাজ্য সরকারকে সরিয়ে তারপর পুনর্নিবাচন করা হোক। না হলে আবার একই ঘটনা ঘটবে।
পাল্টা দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, “বিজেপির কিছু কিছু নেতা কুরুচিকর ভাষা ব্যবহার করছেন। এর খেসারত দিতে হবে ওদের। ২০১১ সালে রবীন্দ্র সংগীত চলেছিল মানে এটা নয় যে ইউটিউবে রিমিক্স পাওয়া যায় না।”