বিজেপিকে ৪৬০০ কোটি রুপি জরিমানা করা উচিত: কংগ্রেস

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

কংগ্রেস

লোকসভা ভোটের আগে  আয়কর দপ্তরের নোটিস পেয়ে বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলল কংগ্রেস।

বিজেপি আয়কর আইনের গুরুতর লঙ্ঘন করেছে। ওদের কাছে ৪৬০০ কোটি রুপি জরিমানা চেয়ে আয়কর নোটিস পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন এআইসিসির কোষাধ্যক্ষ অজয় মাকেন।

ওই সাংবাদিক বৈঠকে আরো উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ।

লোকসভা ভোটের আগে বিজেপি ‘কর সন্ত্রাস’ শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন,  ১৮২৩ কোটি ৮ লাখ রুপি চেয়ে নোটিস পাঠানো হয়েছে আয়কর দপ্তর থেকে। । ওরা বিরোধীদের আর্থিকভাবে পঙ্গু করতে চাইছে।

গত ১৩ মার্চ আয়কর আপিল ট্রাইবুনালের নির্দেশের বিরুদ্ধে কংগ্রেসের আবেদন দিল্লি হাই কোর্ট খারিজ করার পরেই ধারাবাহিক ভাবে পদক্ষেপ শুরু করেছে আয়কর দপ্তর। ওই নির্দেশের পর কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে চলতি মাসে ১৩৫ কোটি টাকা কেটে নেওয়া হয়েছিল বলে অভিযোগ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর