চাঁচল, মালদাঃ দুটি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য চাঁচল থানার থানা পাড়া এলাকায়। বিজেপি কর্মী শিব শংকর দাসের জানালার কার্নিশ থেকে এই বোমা উদ্ধার হয়। আজ সকালে তার স্ত্রী আবর্জনা বাইরে ফেলতে গিয়ে এই বোমা দুটি দেখতে পান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। চাচল থানার পুলিশ বোমা দুটি উদ্ধার করেছে। ভীতি প্রদর্শন করার জন্যই তৃণমূল এই কাজ করেছে বলে অভিযোগ বিজেপির।
তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপি নিজেই নিজের বাড়ীতে বোমা রেখে তৃণমূল কংগ্রেসকে ফাঁসানোর জন্য এই কাজ করেছে। তৃণমূল নেতা আরো জানান বিজেপি হচ্ছে সন্ত্রাসবাদীদের দল।