বিজেপির মুসলিম বিধায়ক যোগ দিলেন কংগ্রেসে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

০০

ভোটের আগে বড় রদবদল আসামে। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে অসমের প্রথম মুসলিম বিজেপি বিধায়ক হিসেবে জয়ী হয়েছিলেন আমিনুল হক লস্কর।

বরাক উপত্যকার জনপ্রিয় এই নেতা লোকসভা ভোটের আগে যোগ দিলেন কংগ্রেসে।

কংগ্রেসে যোগ দেওয়ার পর তিনি বলেন, ‘‘আমি গত ১৩ বছর ধরে বিজেপি করেছি। কিন্তু অসমে বিজেপি তার রাজনৈতিক আদর্শ হারিয়েছে। অসম এবং অসমবাসীর স্বার্থে তাই এই সিদ্ধান্ত নিলাম।’’

উল্লেখ্য, ২০১৬ সালে ‘পদ্ম’ প্রতীকে লড়ে জয়ী হলেও ২০২১-এর বিধানসভা ভোটে ‘অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট’ (এআইইউডিএফ)-এর প্রার্থীর কাছে হেরে গিয়েছিলেন তিনি। এর পর রাজ্যের সংখ্যালঘু কমিশনের চেয়ারপার্সন হিসেবে কাজ করেছেন তিনি।

প্রসঙ্গত, বুধবার দেশের চার রাজ্যে চার নেতার কংগ্রেসে যোগদানের ঘটনা ঘটেছে। এঁদের মধ্যে রয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন সাংসদ লাল সিংহ, বিহারের প্রাক্তন সাংসদ তথা জন অধিকার পার্টির প্রতিষ্ঠাতা-সভাপতি পাপ্পু যাদব, উত্তরপ্রদেশের আমরোহার বিদায়ী সাংসদ তথা সাসপেন্ড হওয়া বিএসপি নেতা দানিশ আলি এবং ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার মান্ডু কেন্দ্রের বিজেপি বিধায়ক জয়প্রকাশ পটেল।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর