ইসরায়েল থেকে খালি হাতে ফিরলেন ব্লিঙ্কেন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

৮৭

ইসরাইল ফিলিস্তিনের রাফা শহরে হামলা চালালে, বৈশ্বিক পর্যায়ে নেতানিয়াহু আরও বিচ্ছিন্ন হয়ে পড়বেন বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

শুক্রবার ইসরায়েল সফরে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

এর আগেগাজায় ত্রাণসহায়তার সুযোগ দিতে ও সাময়িক যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুকে প্রস্তাব দেনব্লিঙ্কেন। কিন্তু ব্লিঙ্কেনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহু। তাই কোন সিদ্ধান্ত ছাড়াই ব্লিঙ্কেনকে তেল আবিব থেকে খালি হাতেই ফিরতে হয়েছে।

উল্লেখ্য গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ৩২ হাজার ৭০ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৭৪ হাজার ২৯৮ ছাড়িয়ে গেছে। পশ্চিম তীরেও হামলা চালিয়ে ১৫ জনকে ধরে নিয়ে গেছে তারা। এ ছাড়া হেবরন, রামাল্লা, বেথলেহেম, তুবাস, নাবলুস ও জেরুজালেমেও অনেককে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। এখন পর্যন্ত তাদের হাতে ৭ হাজার ৭৪০ জনের বেশি বন্দী হয়েছেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর