বোমা হামলা বিজেপি এমপি অর্জুন সিংয়ের বাসভুমিতে, অভিযোগ তৃণমূলের দিকে

এনবিটিভি ডেস্ক,কলকাতা: বিজেপির বর্ষীয়ান নেতা অর্জুন সিংয়ের বাড়িতে বোমাহামলা হয় আজ বুধবার সকালে পশিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলাতে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার সময় বিজেপি নেতা অর্জুন সিং বাড়িতে না থাকলেও তার পরিবারের সদস্যরা ঘরের মধ্যে উপস্থিত ছিলো। তবে তাদের কোনো ক্ষতি হয়নি বলে জানান ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ।

 

অর্জুন সিংয়ের বাড়িতে বোমাহামলার পরে রাজ্যপাল জগদীপ ধনখড়ের টুইট

এই ঘটনার নিন্দা জানিয়ে পশিমবঙ্গের রাজ্যপাল জাগদিপ ধনকার টুইট করে বলেন “ আইন শৃংখলা উদ্বেগজক বাংলাতে” তিনি আরো বলেন আমি কোলকাতা পুলিশকে বলবো দ্রুত এই নেককার জনক হামলা বিষয়টি দেখার জন্যে।
পশিমবঙ্গের রাজ্য বিজেপি এই হামলার দায়ভার তৃণমূল কংগ্রেস দের উপর চাপিয়ে দেয়। তৃণমূল কংগ্রেস তা খারিজ করে দেয়।ঘটনাটি তদন্তর জন্য নিখুঁত ভাবে অনুসন্ধান করবে বলে জানায় পুলিশ।

 

 

উল্লেখ্য, এই চলতি বছরে এপ্রিল মাসে উওর কলকাতায় বেলগাছিয়াতে আক্রান্ত হয়েছিল বিজেপি নেতা অর্জুন সিং।সেই ঘটনাকে “পূর্ব পরিকল্পিত “ বলে মনে করেন। ঘটনার পিছনে কাদের চক্রান্ত সেই বিষয়ে তদন্তের জন্য বাসভবনের সিসিটিভি ফুটেজ খুঁতিয়ে দেখার কাজ চালাচ্ছে পুলিশ।

Latest articles

Related articles