পেরুকে হারিয়ে কোপার ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ব্রাজিল

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210706_110714

ফের কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল। ২১ তম ফাইনাল খেলবে সাম্বার দেশ। এর আগে ২০ বার ফাইনাল খেলে ৯ বার জিতেছে নইমারের দল। ২০১৯ সালে পেরুকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন নেইমাইররা। এবার সেমিফাইনালে তাদেরকে হারিয়েই ফাইনালে গেল সাম্বার দেশ। এবার ১-০ গোলে পেরুকে হারিয়ে ফাইনালে চলে গেল ব্রাজিল।

 

শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিল ব্রাজিল। কখনও সেলেকাও, কখনও নেইমার। আবার কখনও লুকাস পাকুয়েটা। কখনও আবার ক্যাসমিরো পরীক্ষা নিতে থাকেন পেরুর রক্ষণভাগের। কিন্তু সব আক্রমনই ধাক্কা খাচ্ছিল পেরুর গোলরক্ষক পেদ্রো গ্যালেজের সামনে।

 

৩৫ মিনিটের মাথায় সাম্বার দেশের হয়ে খাতা খোলেন প্যাকুয়েটার । নেইমারের পাসেই গোল করেন তিনি।

আরও গোল করতে পারত প্রথমার্ধে। তবে একাধিক সুযোগ নষ্টের ফলে সংখ্যাটা বাড়াতে ব্যর্থ হন নেইমাররা। দ্বিতীয়ার্ধে, শুরু থেকে চাপ বাড়াতে শুরু করে পেরু। কয়োকবার সামাল দিতেও হয় এডেরসন মোয়ারেজকে। তবে গোল আসেনি।

 

৭১ মিনিটের মাথায় বক্সের মধ্যে পড়ে গিয়েছিলেন নেইমার। পেনাল্টির আবেদন করা হলেও কিন্তু রেফারি তাতে সাড়া দেননি।

 

ফাইনালে ফের ব্রাজিল। পরওর দুবার কোপার ফাইনলে চলে গেল টিটোর ছেলেরা। রবিবার কার বিরুদ্ধে ফাইনাল খেলবেন নেইমাররা, তা ঠিক হবে আর্জেন্টিনা – কলম্বিয়া ম্যাচের পর। যদিও ফুটবলপ্রেমীরা মেসি বনাম নেইমার ফাইনাল দেখার অপেক্ষায়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর