ইরানের পাঁচ দশক আগের পাওনা পরিশোধ করছে ব্রিটেন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

iran-britain-flag

 

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, তার দেশ ইরানের ৪০ কোটি পাউন্ডের দেনা পরিশোধ করার চেষ্টা করছে। তিনি বুধবার লন্ডনে এক বক্তব্যে বলেন, ‘ইরানের কাছে ব্রিটেনের ৪০ কোটি পাউন্ডের একটি বৈধ দেনা রয়েছে এবং এই অর্থ পরিশোধের চেষ্টা করছে ব্রিটেন।’

 

ইরানের সাবেক শাহ সরকার ব্রিটেনের কাছে থেকে ‘চিফটেন’ ট্যাংক কেনার জন্য লন্ডনকে ৪০ কোটি পাউন্ডের সমপরিমাণ অর্থ দিয়েছিল কিন্তু ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব বিজয়ী হওয়ার পর ওই ট্যাংক সরবরাহ স্থগিত করে লন্ডন। কিন্তু এর পরিবর্তে প্রদেয় অর্থ আজও ফেরত দেয়নি ব্রিটিশ সরকার।

 

আন্তর্জাতিক সালিশ আদালত ইরান সরকারকে ৪০ কোটি ডলার পরিশোধের জন্য সংশ্লিষ্ট একটি ব্রিটিশ সামরিক কোম্পানিকে নির্দেশ দিয়েছে। কিন্তু লন্ডন দাবি করছে, ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকার কারণে দেশটিকে ওই অর্থ পরিশোধ করতে পারছে না লন্ডন।

সূত্র : নয়া দিগন্ত

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর