এনবিটিভি, ওয়েব ডেস্ক: এশিয়া কাপের আগেই মাঠে ফিরতে পারেন জশপ্রীত বুমরাহ। তার আগে বিদেশ সফরে পাঠানো হবে তাঁকে কারণ ফিটনেসের দিক থেকে দ্রুত উন্নতি করছেন তিনি।
এশিয়া কাপের আগেই আয়ারল্যান্ড সফরে যাবে ভারতের দ্বিতীয় সারির দল। সেখানেই পাঠানো হতে পারে বুমরাহকে। যদিও এখনও কিছু ঘোষণা করা হয়নি। তবে যেহেতু এনসিএতে বেশ ভাল বোলিং করতে পারছেন বুমরাহ, তাই তাঁকে এশিয়া কাপের আগেই ম্যাচ প্র্যাকটিস দিতে চাইছে বোর্ড।