হিন্দুস্তান কেবলসের রেললাইন মাটি খুঁড়ে তুলে ফেলা হচ্ছে। হিন্দুস্তান কেবলস কারখানা থেকে রূপনারায়ণপুর রেল স্টেশন পর্যন্ত প্রায় দুই কিলো মিটারের এই রেললাইনটি তুলে ফেললো রেল কর্তৃপক্ষ। কারণ কারখানার বাইরে থেকে রেল স্টেশন পর্যন্ত এই লাইন পেতে ছিল রেল কর্তৃপক্ষ এবং এই জমিও রেলেরই সম্পত্তি। গতকাল থেকে রেল লাইন তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানা যায়। কেবলস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে আশির দশকের সময় থেকে এই রেল লাইন অকার্যকরি হয়ে পড়ে আছে। তার আগে পর্যন্ত রেলের ওয়াগনে করে বিভিন্ন মাল পত্র আসতো কেবলস কারখানায় আবার এই কারখানায় উৎপাদিত টেলিফোন কেবল ওয়াগনে করেই বাইরে নিয়ে যাওয়া হতো। তবে ২০১৭সালে কেবলস কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর এই রেল লাইন এবং তার জমির ভবিষ্যৎ নিয়ে নানান রকমের প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। শেষ পর্যন্ত এই সমস্ত কিছুর অবসান ঘটিয়ে রেল কর্তৃ পক্ষ রেললাইন উঠিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত কার্যকরি করতে শুরু করলো। এর আগে রেলের কর্তৃপক্ষ এই অঞ্চলটি সার্ভে করে গিয়েছিলেন বলে জানা যায়। এদিকে রেললাইনে তুলে ফেলার কাজ শুরু হওয়ার পরে ব্যাপক চাঞ্চল্য রূপনারায়ণপুর অঞ্চলের মানুষের মধ্যে। সাধারণ মানুষের বক্তব্য অ্যান্ড্রু ইউল নামক এক কোম্পানি হিন্দুস্তান কেবলস কারখানার দায়িত্ব নিতে চলেছে তাই তারা রেললাইন তুলে ফেলে হয়তো বড় চওড়া রাস্তা তৈরি করবে।
Popular Categories