প্রাণের ঝুকি নিয়ে বেসরকারি বাস চালকদের রেষারেষি, আতঙ্কে বাস যাত্রীরা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp Image 2021-08-28 at 1.09.14 PM

পানাগড় বাজারে নিত্যদিন চলছে যাত্রীবাহী বেসরকারি বাসের রেষারেষি। পানাগড় বাজার সহ জাতীয় সড়কেও চলছে জীবনের ঝুঁকি নিয়ে বাস চলাচল।
কয়েকটি বাসের কর্মীদের অভিযোগ তারা সঠিক সময়ে পানাগড় বাজারে বাস স্ট্যান্ডে আসলেও বেশ কিছু বাস তারা নিজেদের সময়ের আগেই বাস স্ট্যান্ডে ঢুকে পড়ছে। এবং অন্য বাসের সময়ে তাদের যাত্রী বাস স্ট্যান্ড থেকে উঠিয়ে নিয়ে জাতীয় সড়কে রেষারেষি করছে। এর ফলে যে কোনো সময়ে বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে।
পানাগড় বাজারের বাস স্ট্যান্ডের বাসের টাইম কিপার সুব্রত চক্রবর্তী জানিয়েছেন যে সমস্ত বাস নিয়ম মেনে চলছে না তাদের তারা বারবার বারণ করলেও কোনো কথাই তারা শুনছে না। উলটে রেষারেষি করছে কিছু বাস। এই বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয় নি।
পানাগড় বাজারের বাসিন্দারা ও বাসের নিত্য যাত্রীরা জানান যেখানে প্রশাসন সড়ক দুর্ঘটনা আটকাতে বার বার মোটর ভ্যান ও টোটো জাতীয় সড়কে উঠলে সেগুলি আটক করছে, কিন্তু যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়লে বহু মানুষের প্রাণ যেতে পারে তাই এই বিষয়টা প্রশাসনের দেখা উচিৎ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর