অতিমারি করোনাভাইরাস এর নতুন প্রজন্ম আবারো বেশ কয়েকটি দেশকে স্তব্ধ করে দিয়েছে। আবারো বিভিন্ন দেশে দেখা যাচ্ছে লকডাউন। এই অতিমারি করো না পরিস্থিতির কথা মাথায় রেখে পিছিয়ে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। রবিবার এমনটাই জানিয়েছে কলকাতা বুক সেলার্স এন্ড পাবলিশার্স গিল্ড।
পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও বইমেলার চিন্তাভাবনা করা হবে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে গিল্ড। আগামী সপ্তাহে এর সিদ্ধান্ত নেয়া হবে বলে এজিএম সূত্রে খবর।
২০২১ এর আন্তর্জাতিক বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশ। শেখ মুজিবের জন্মশতবর্ষে তাকে শ্রদ্ধা জানাতে এই নির্বাচন করা হয়েছে। কিন্তু, করোনার এই মহামারী পরিস্থিতিতে বাংলাদেশ থেকে কেউই আসতে পারছে না কলকাতাতে। এছাড়াও, ইউরোপের বেশ কয়েকটি দেশে চলছে করোনার নয়া স্ট্রেন সহ জোর লকডাউন। ফলে এই পরিস্থিতিতে তাদেরও আসার সম্ভাবনা খুবই কম। তাই এই অবস্থায় মেলা পিছিয়ে দিতে চেয়ে এজিএম এর কাছে প্রস্তাব করেছেন আয়োজকরা।