জৈদুল সেখ, কান্দি: মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা পুলিশ প্রশাসনের উদ্যোগে বুধবার কান্দি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ দিবস উৎযাপিত হল।
কান্দি মহকুমা শাসক নবীন কুমার চন্দ্রার উপস্থিতিতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সেফ ড্রাইভ, সেভ লাইফ এর প্রচার অভিযান করতে কান্দি মহকুমা পুলিশ প্রশাসনের উদ্যোগে মোটর বাইক রালিরও আয়োজন করা হয।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কান্দি মহকুমা শাসক নবীন কুমার চন্দ্রা, কান্দি মহকুমা আরক্ষা আধিকারিক সান্তনু সেন, কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষ চন্দ্র ঘোষ, কান্দি মহকুমা ট্রাফিক ইনচার্জ পলাশ মন্ডল, কান্দি বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার, ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবির, খড়গ্রাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক আসিস মার্জিত সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।