পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে আসানসোল জিটি রোড অবরোধ করে বিক্ষোভ

এনবিটিভি ডেস্ক, আসানসোল: গত রবিবার আসানসোল দক্ষিণ থানা অন্তর্গত কাকরসোলে মিনিবাসের ধাক্কায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু ও এক যুবক গুরুতর আহত হয়। ক্ষতিপূরণের দাবিতে দক্ষিন থানা অন্তর্গত সাতাইসা মোড় প্রায় এক ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে কুলটির বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জী পৌঁছায়। স্থানীয় কাউন্সিলার ও পুলিশের হস্তক্ষেপে অবরোধকারীরা অবরোধ তুলে নেন। মঙ্গলবার সকাল থেকে আবার অবরোধ শুরু করে স্থানীয়রা। ওই দুর্ঘটনায় নিরাজ শাও এর মৃত্যুর ঘটনার কোনো ক্ষতিপূরণ পাওয়া যায়নি।

সেই দিনে পথদুর্ঘটনায় দুই ভাইয়ের দুর্ঘটনা ঘটে তবে ছোট ভাই নিরাজ সাও ঘটনাস্থলে মৃত্যু হয় এবং দাদা সনু শাও গুরুতর ভাবে আহত হয়। তাকে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। সনু শাও এর সুচিকিৎসা না হওয়ার জন্য স্থানীয়রা তৃণমূল পতাকার তলে রাস্তা অবরোধ করে। ঘটনাস্থলে কুলটির বিধায়ক এবং আসানসোল পৌরনিগমের প্রাক্তন মেয়র পরিষদ সঞ্জয় নোনিয়া পৌঁছায়। ঘন্টাখানেক এরপর আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌঁছায় এবং অবরোধকারীদের সাথে কথা বলে। বিধায়ক ও পুলিশের হস্তক্ষেপে ঘন্টাখানেকের পর রাস্তা অবরোধ ওঠে।

Latest articles

Related articles