ভোট পরবর্তী হিংসা: আরও ১০ দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট

এনবিটিভি, ওয়েব ডেস্ক: নির্বাচন ভোট গণনা মিটে গেলেও এখনো অব্যাহত রাজ্যে হিংসা ও সন্ত্রাস। লাগাতার উঠে আসছে দলীয় কর্মী-সমর্থকদের হত্যার খবর। তাই নিরাপত্তার স্বার্থে আরও ১০ দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।

জানা গিয়েছে, বিজেপি নেত্রী ও আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল উচ্চ আদালতে আবেদন জানিয়েছিলেন মানুষের নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনীর থাকার মেয়াদ আরও বাড়ানো হোক। তাই আরও ১০ দিন বাহিনী রাখার পক্ষে মত দিলেন বিচারপতি শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য। তবে বাহিনী কোথায় থাকবে, তা ঠিক করবে রাজ্য নির্বাচন কমিশন এবং অশান্তির খবর পেলেই সেখানে জওয়ানদের পাঠাতে হবে।

Latest articles

Related articles