মণিপুর ইস্যু নিয়ে সরব তৃণমূল

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

images (1)

এনবিটিভি, ওয়েব ডেস্ক: রবিবার তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে যে, মণিপুরের ইম্ফল পূর্ব জেলায় ১৫ মে আরও এক মহিলাকে গণধর্ষণ করা হয়েছিল এবং তিনি ২১ জুলাই পুলিশের কাছে যান, যার পরে একটি এফআইআর নথিভুক্ত করা হয়।

অভিযোগ, ওই মহিলাকে চারজন সশস্ত্র পুরুষের হাতে তুলে দিয়েছিল মহিলা নিরাপত্তাকর্মীরা। পরে ১৫ মে মণিপুরের ইম্ফল পূর্বে তাকে লাঞ্ছিত ও গণধর্ষণ করা হয়েছিল।

অন্যদিকে, মণিপুর ইস্যুতে তৃণমূলের জয়হিন্দ বাহিনীর মিছিল কলকাতায়। হাজরা থেকে শুরু হয়েছে মিছিল, যাবে অ্যাকাডেমি চত্বর পর্যন্ত। উপস্থিত থাকবেন ফিরহাদ হাকিম, অতীন ঘোষরা।

এছাড়াও, মণিপুর নিয়ে রাজ্য বিধানসভার বাদল অধিবেশনে নিন্দাপ্রস্তাব আনছে তৃণমূল। সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বাদল অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনে মণিপুর নিয়ে নিন্দাপ্রস্তাব আনা হবে বলে সোমবার জানালেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর