রাণীনগরঃ দীর্ঘ ২০ বছর যাবৎ শেকলে বাঁধা অবস্থায় জীবনযাপন করছেন সামিউল। মুর্শিদাবাদের রানীনগরের পূর্বপাড়া এলাকায় বসবাস তাঁর। সেই তিন বছর বয়স থেকেই শেকলে বাধা অবস্থায় রয়েছেন তিনি।বর্তমানে তাঁর বয়স ২৩।
সামিউলের বাবা মা জানান, ছোটো থেকেই মানসিক ভারসাম্যহীন। তিনবছর বয়স থেকেই শেকলে বাধঁতে বাধ্য হতে হয়। জন্মের পর যখন একটু বড় হল সে, তখন রাস্তার পথচলতি মানুষকে হেনস্থা ,পাড়া এলাকায় বিভিন্ন জিনিস নষ্টের অভিযোগ আসতে থাকে বাড়িতে। তারপর থেকেই কার্যত বাধ্য হয়ে শেকলে বাঁধতে হয় তাঁকে।
এখন বর্তমান বয়স তার ২৩ বছর। টানা ২০ বছর থেকে শেকলে বাঁধা রয়েছে। বছর ১৫ আগে স্থানীয় বিডিও অফিসে যোগাযোগ করলে কিছু টাকা সাহায্য পেলেও তাতে চিকিৎসা করানো সম্ভব হয়নি সামিউলের। পরিবার পরিজনের দাবী, যদি কোনো সুরাহা হয়, তাহলে ভালো হয়।