বুধবার থেকে রনগ্রাম ব্রিজের উপর দিয়ে খালি বাস চলাচলের অনুমতি দিলেন কান্দি মহুকুমা শাসক

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20211120_153557

জৈদুল সেখ, কান্দি: শনিবার কান্দি মহকুমা শাসক নবীনকুমার চন্দ্রা কান্দি মহকুমা শাসকের দপ্তরে সাংবাদিক বৈঠক করলেন কান্দি রনগ্রাম ব্রিজ নিয়ে।

ওই সাংবাদিক বৈঠকে কান্দি মহকুমা শাসক নবীনকুমার চন্দ্রা জানান, রনগ্রাম ব্রিজ দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। যার ফলে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে।  আগামী সোমবার প্রশাসনিক স্তরে একটি বৈঠক করা হবে।  এবং তারপর বুধবার থেকে খালি বাস চলাচলের অনুমতি দেয়া হবে রনগ্রাম ব্রিজ এর উপর দিয়ে।

ইতিমধ্যেই রনগ্রাম ব্রিজের পাশে নতুন একটি রনগ্রাম ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। তবে সোমবারের প্রশাসনিক বৈঠকের পর স্থির করা হবে রনগ্রাম ব্রিজের উপর দিয়ে বুধবার থেকে কত পরিমান বাস চলাচল করবে, কোন কোন রুটে বাস চলাচল করবে।

তবে প্রাথমিকভাবে যেটা জানানো হচ্ছে, প্রায় সমস্ত রকম বেসরকারি ও সরকারি খালি বাস পারাপার করবে রনগ্রাম ব্রিজের উপর দিয়ে। শুধুমাত্র যাত্রীদের রনগ্রাম ব্রিজের উপর পায়ে হেঁটে যেতে হব। ব্রিজ পেরিয়ে ওই বাসে চেপে যেতে পারবেন তারা। যার জেরে সাধারণ যাত্রীদের অনেকটাই হয়রানি কমে আসবে বলে মনে করা হচ্ছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর