নিউজ ডেস্ক : বারংবার ঘেরাওয়ের ঘটনার ফলে ক্ষুব্ধ হয়ে বুধবার পদ ছাড়ার অভিপ্রায় নিয়েছিলেন উপাচার্য সুরঞ্জন দাস। তার পরেও ছাত্র সংসদের জোর দাবিতে বৃহস্পতিবার যাদবপুর বৈঠকে অংশ নিয়েছিলেন সুরঞ্জন। কিন্তু আন্দোলনকারীরা অনড়। কোন বৈঠক হতে দেবেন না তারা।
স্মারকলিপি দেয়ার নামে লাগাতার দাবি জানিয়ে বৈঠককে এগোতে দেননি বলে অভিযোগ। ফলে দীর্ঘক্ষন ক্যাম্পাসে আটকে থাকতে হয় সুরঞ্জন সহ অন্য কর্মকর্তাদের।
“কর্তৃপক্ষ” জানিয়েছিলেন, বৃহস্পতিবার ফ্যাকাল্টি কাউন্সিল এবং ভর্তি কমিটির যৌথ বৈঠক হবে। কিন্তু, এটি নিয়ম আটকায়।তা সিদ্ধান্ত হয় বৈঠক হবে যুগপৎ অনলাইন অফলাইনে এবং উপাচার্য অনলাইনে এই বৈঠকে যোগ দেবেন।
কিন্তু, বুধবার শীতের রাতের খোলা আকাশের নিচে ঘন্টার পর ঘন্টা ঘেরাও করে রাখা হয় সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্জ সহ অন্য কর্তাদের। ফলে তিনি এই বৈঠকে যোগ দিতে পারেননি। কিন্তু ,ছাত্র সংসদের দাবি চিরঞ্জীব বাবুকেও আসতে হবে।