মালদ্বীপে আসছে চীনা গুপ্তচর জাহাজ

ভারত ও মালদ্বীপের উত্তেজনার মধ্যেই মালদ্বীপে ঘাঁটি গাড়তে যাচ্ছে চীনের গুপ্তচর জাহাজ। এর মধ্যেই ‘শিয়াং ইয়াং হং-৩’ নামে ঐ জাহাজটিকে মালদ্বীপে প্রবেশের জন্যে অনুমতি দিয়েছেন  মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
জাহাজটি দক্ষিণ চীন সাগর থেকে মালাক্কা প্রণালি পেরিয়ে ইন্দোনেশিয়ার জাভা এবং সুমাত্রা দ্বীপপুঞ্জের মধ্যবর্তী সুন্দা প্রণালিতে পৌঁছেছে। ভারত মহাসাগর হয়ে  চীণা জাহাজটি মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছাবে আগামী ৮ ফেব্রুয়ারি।
ঘটনাচক্রে, চীন সফর থেকে ফিরেই মুইজ্জু মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরানোর জন্য ১৫ মার্চের চরম সময়সীমা ঘোষণা করেন। ২০১০ সাল থেকে একটি দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসেবে প্রায় ১০০ জন ভারতীয় সেনা মালদ্বীপে রয়েছেন।

গত কয়েক বছরে চীনের নজরদারি জাহাজ ‘ইউয়ান ওয়াং ৫’, ‘হাই ইয়াং ২৪ হাও’ এবং ‘শি ইয়ান ৬’ ভারতের প্রতিবেশী আরেক দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে সাময়িক ঘাঁটি গেড়েছিল।

এই পরিস্থিতিতে মালদ্বীপের চীনপন্থি মুইজ্জুর পদক্ষেপ সরাসরি ভারতের সঙ্গে সংঘাতের বার্তা বলে কূটনৈতিক মহলের একাংশ মনে করছেন।

Latest articles

Related articles