হাবিবুর রহমান হাবিব
উপজেলা প্রতিনিধি এনবিটিভি।
বিধান চৌধুরী (৫০) নামে এসিআই লিমিটেডের এক কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১) জুলাই সকালে হাটহাজারীর এগারো মাইল এলাকার আব্দুল্লাহ ভবন থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত বিধান চৌধুরী চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা রাজা পুকুরলেন সাধনা ভবনের মৃত গৌরাঙ্গ চৌধুরীর ছেলে।
তিনি এসিআই লিমিটেডের ডিস্ট্রিবিউটর ম্যানেজারের অধীনে কাজ করতেন। অফিসের কাজে দেরি হয়ে গেলে তিনি হাটহাজারীর এ ভাড়া বাসায় রাতে থেকে যেতেন। সোমবার রাতেও মালামাল লোড আনলোড করতে রাত হয়ে যাওয়ায় তিনি সেখানেইথেকে যান। সকালে রুমে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
হাটহাজারী মডেল থানার এসআই মেহেদী হাসান জানান, নিহতকে রুমের দরজার উপরের গ্রীলের সাথে গলায় পাতলা কাঁথা দিয়ে ঝুলানো অবস্থায় উদ্ধার করি। প্রাথমিক ধারনায় আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে প্রকৃত ঘটনা। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে বলেও জানান তিনি।