জৈদুল সেখ, খড়গ্রামঃ মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার মঙ্গলবার রাত্রে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে খড়গ্রাম এলাকায় পথ দুর্ঘটনায় পড়ে প্রাণ হারালেন সিভিক ভলেন্টিয়ার্স রেন্টু সেখ।
পুলিশ জানিয়েছে মৃত সিভিক ভলেন্টিয়ার এর নাম রেন্টু শেখ, বাড়ি খড়গ্রাম থানার নগর এলাকায়। গত রাত্রে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় প্রাণ হারানোর খবর ছড়িয়ে পড়তেই খড়গ্রাম পুলিশ মহলে নেমেছে শোকের ছায়া। বুধবার মৃত সিভিক ভলেন্টিয়ার রেন্টু শেখের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে খড়গ্রাম থানার পুলিশ। পুলিশ সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের উদ্দেশ্যে তল্লাশি চালাচ্ছে।