ইম্ফলে কারফিউ উপেক্ষা করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

campfire

এনভিটিভি, ওয়েবডেস্ক: অশান্তি থামার নাম নেই ভারতের মণিপুরে। এবার সহিংসতার আগুন ছুঁয়ে ফেলল রাজধানী ইম্ফলকেও। বৃহস্পতিবার কারফিউ উপেক্ষা করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। রাজধানীতে বিভিন্ন পাড়ায় একাধিক বাড়িতে আগুন লাগানোর ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার গোলমালের সূত্রপাত হয় ইম্ফলের শহরতলি নিউ চিকন এলাকায়। সেখানে একটি সরু গলিতে মুখোমুখি হয়ে পড়ে নিরাপত্তা বাহিনী ও আন্দোলনকারীরা। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া শুরু হয়। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করে নিরাপত্তা বাহিনী। বেশ কয়েকটি বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ফায়ার সার্ভিসকেও কাজ করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। একটি সূত্রের দাবি, ফায়ার সার্ভিস যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে সে জন্য র‌্যাপিড অ্যাকশন ফোর্স (র‌্যাফ) এলাকা ঘিরে ফেলে। ফাটানো হতে থাকে কাঁদানে গ্যাসের শেল। এর আগে বুধবার মণিপুরের খামেনলোক গ্রামে ঢুকে ৯ জনকে গুলি করে খুন করে জঙ্গিরা। তারই প্রতিবাদে বৃহস্পতিবার পথে নামে অন্য পক্ষ। তাতেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে ইম্ফল। ১২ সদস্যবিশিষ্ট মণিপুর মন্ত্রিসভার একমাত্র নারী সদস্য কাংপোকপি কেন্দ্রের বিধায়ক নেমচা কিগপেন। বুধবার তার বাড়ি জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা। অবশ্য সে সময় নিজের বাড়িতে ছিলেন না মন্ত্রী। তাই প্রাণে বেঁচে যান। গত ৩ মে থেকে জাতিগত সহিংসতায় জ্বলছে মণিপুর। মূল লড়াই কুকি সম্প্রদায়ের সঙ্গে মেইতেইদের। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ যে সেনা মোতায়েন করতে হয়েছে। মণিপুরে সহিংসতা শুরু হওয়ার সপ্তাহ তিনেক পর সে রাজ্য ঘুরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তা-ও নিভছে না অশান্তির আগুন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর